আলিপুরদুয়ার ১: জঙ্গল থেকে গন্ডার বের হয়ে মহিলার হাতের আঙ্গুল খেয়ে নিল চিকিৎসাধীন আলিপুরদুয়ারে
জলদাপাড়া জাতীয় উদ্যান থেকে গন্ডার বের হয়ে এক বৃদ্ধাকে জখম করেছেন।তার চিকিৎসা চলছে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে। জখম মহিলার কাছ থেকে জানা গেছে দুটি গন্ডার জঙ্গল থেকে বের হয়ে তার উপর হামলা চালায়। যদিও বড় গন্ডারটি চলে যায় ।কিন্তু ছোট গণ্ডার তার হাতে কামড় দেয়। তার দুটি আঙ্গুল কামড় দিয়ে নিয়ে গেছে গন্ডার। রবিবার বিকেল চারটে নাগাদ তিনি গরু আনতে গিয়েছিলেন তখন এই ঘটনাটি ঘটেছে। আলিপুরদুয়ার জেলা হাসপাতালে তার চিকিৎসা চললেও বনদপ্তরের কোন কর্মী আসেনি ।