নাগরাকাটা: নাগরাকাটায় তৃণমূলের ব্লক কার্যালয়ে সিপিএমের এক পঞ্চায়েত সদস্যা তৃণমূলে যোগ দিল, ছিলেন তৃণমুলের ব্লক সভাপতি কাজি পান্ডে
ভোটের পরেও দলবদল হল । অদ্ভুত ঘটনা হলেও বুধবার ঘটনাটি ঘটেছে নাগরাকাটায়। এদিন নাগরাকাটায় তৃণমূলের ব্লক কার্যালয়ে সুলকাপাড়া গ্রামপঞ্চায়েতের এক সিপিআর পঞ্চায়েত সদস্যা পুনম দার্নাল তৃণমূলে যোগ দিল। এদিন ঐ পঞ্চায়েত সদস্যার হাতে দলীয় ঝান্ডা তুলে দিলেন তৃণমূলের নাগরাকাটা ব্লক সভাপতি কাজি পান্ডে। সাথে ছিলেন অঞ্চল সভাপতি লতিফুল ইসলাম, সহসভাপতি মঞ্জুরুল হক সহ অনান্যরা।