রানিনগর ১: সীতানগর গ্রামে টোটো ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে আহত 3
আজ রাতে সেটা নগর গ্রামে টোটো ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে আহত 3 জানা গেছে উক্ত মোটরসাইকেল চালক ইসলামপুরের দিক থেকে গোধন পড়ার কথা আসছিলেন সে মত অবস্থায় গোধন পাড়ার দিক থেকে একটি টোটোতে টোটো যাত্রীসহ টোটো চালক অবস্থায় সেতাবনগর গ্রামে টোটো ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ হয় ঘটনার স্থলে আহত হয় টোটো চালকসহ এক যাত্রী ও মোটরসাইকেল চালক স্থানীয় লোকজনের তৎপরতায় উদ্ধার করে নিয়ে আসা হয় গোধনপাড়া গ্রামীণ হাসপাতাল চিকিৎসার জন্য সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক