ভাতার: ভাতার রেল স্টেশনে তিনটি শেড রয়েছে, সন্ধ্যার পর নামছে অন্ধকার,আলোর ব্যবস্থা না থাকার জন্য
ভাতার রেল স্টেশনে তিনটি শেড রয়েছে, সন্ধ্যার পর নামছে অন্ধকার ।কোন আলোর ব্যবস্থা না থাকায়। শনিবার আটটার সময় এক যাত্রী জানালেন যে অবিলম্বে আলোর ব্যবস্থা করুক রেল দপ্তর। দীর্ঘ ১৩ বছরের দাবি মেনে ভাতার রেল স্টেশনে তিনটি শেড তৈরি করে দেয় রেল দপ্তর কয়েক মাস আগে। বর্তমানে সেগুলিতে আলোর ব্যবস্থা না থাকায় সন্ধ্যার পর নেমে আসছে অন্ধকার। যাত্রীদের দারুন অসুবিধা হচ্ছে।