কালনা ১: নিজের গ্রিলের লেদেই বিদ্যুৎপৃষ্ট হয়ে দীর্ঘক্ষণ পড়ে থেকে যুবকের মৃত্যু, দেয়া-নেওয়া এলাকার ঘটনায় শোকের ছায়া
নিজের গ্রিলের লেদে কাজ করার সময় বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হল এক যুবকের। মৃত ওই যুবকের নাম রিন্টু শেখ (২৪)। তার বাড়ি মন্তেশ্বর থানার অন্তর্গত পিপলন পঞ্চায়েত এর কুলজোড়া এলাকায়. স্থানীয় সূত্রে জানা গিয়েছে গতকাল সকালে দেয়া নেয়া এলাকায় তিনি কাজ করছিলেন এমন সময় বিদ্যুৎপৃষ্ট হয়ে সেখানেই দীর্ঘক্ষণ পড়ে থাকেন। পরবর্তী সময় তাকে উদ্ধার করে মন্তেশ্বর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে।