ঝাড়গ্রাম: ঝাড়গ্রাম জেলা জুড়ে কড়া নিরাপত্তার মধ্যে সম্পন্ন হল একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগ পরীক্ষা
গত রবিবারের মতোই আজও ঝাড়গ্রাম জেলা জুড়ে কড়া নিরাপত্তার মধ্যে সম্পন্ন হল একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগ পরীক্ষা। ঝাড়গ্রাম জেলার মোট ১০টি স্কুল ও কলেজে পরীক্ষা কেন্দ্র নির্ধারণ করে পরীক্ষা গ্রহণ করা হয়।পরীক্ষার্থীরা মূল গেটে ঝোলানো তালিকা দেখে নির্দিষ্ট কেন্দ্রে প্রবেশ করেন। কোনও ইলেকট্রনিক গ্যাজেট বা নিষিদ্ধ সামগ্রী নিয়ে প্রবেশের অনুমতি নেই। যথাযথ তল্লাশির পরেই পরীক্ষার্থীদের ভেতরে ঢুকতে দেওয়া হয়।