ঝাড়গ্রাম: উৎসবের মরসুমে আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি পুলিশের সমাজসেবা মূলক কর্মসূচির মাধ্যমে বস্ত্র বিতরণ কর্মসূচি মানিকপাড়াতে
উৎসবের মরসুমে আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি পুলিশের সমাজসেবা মূলক কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে এগিয়ে এলো ঝাড়গ্রাম জেলা পুলিশ ও মানিকপাড়া ফাঁড়ির পুলিশ প্রশাসন। মঙ্গলবার বিকেলে কালীপুজো উপলক্ষে বিশেষ বস্ত্র বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়। এদিন ঝাড়গ্রাম জেলার মানিকপাড়া ফাঁড়িতে ১৮০ জন দুঃস্থ মানুষের হাতে নতুন বস্ত্র তুলে দেন ঝাড়গ্রামের পুলিশ সুপার অরিজিৎ সিনহা।