বনগাঁ: বনগাঁ জেলা পুলিশ সুপার দীনেশ কুমার রবিবার সাংবাদিক সম্মেলন
চাকরি দেওয়ার নাম করে আড়াই লক্ষ টাকা নিয়ে প্রতারণা! থ্রি স্টার পুলিশের ড্রেস , একাধিক চেক বুক , আইকার্ড সহ ২৫ টি জাল নথি সহ অভিযুক্তকে গ্রেপ্তার করল বাগদা থানার পুলিশ । উত্তর ২৪ পরগনার বনগাঁ জেলা পুলিশ সুপার দীনেশ কুমার রবিবার সাংবাদিক সম্মেলন করে জানান।আজ বনগাঁতে বনগাঁ জেলা পুলিশ সুপার সাংবাদিক সম্মেলন করে কি বললেন শুনবো।