হলদিবাড়ি: রাতের অন্ধকারে কাঁটাতারের ভেতরের জমিতে কৃষকদের কেঁটে রাখা পাকা ধান পুরিয়ে দেওয়ার অভিযোগ বাংলাদেশি দুষ্কৃতীদের বিরুদ্ধে
রাতের অন্ধকারে কাঁটাতারের ভেতরের জমিতে কৃষকদের কেঁটে রাখা পাকা ধান পুরিয়ে দেওয়ার অভিযোগ বাংলাদেশি দুষ্কৃতীদের বিরুদ্ধে। নিমেষেই পুড়ে ছাই ১১ বিঘা জমির পাকা ধান। ঘটনাটি দক্ষিন বেরুবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকার চিত সাকাতি গ্রামে। গ্রামিবাসী ও বিএসএফের যৌথ চেষ্টাতেও কৃষকদের কষ্টের ফসল রক্ষা হয়নি। চোখের সামনেই জ্বলে শেষ হয়ে যায় কৃষকদের খাদ্য শষ্য। ক্ষতির মুখে আজিজুল হক, জাহিরুল ইসলাম ও বাহারুল হক নামের তিনজন কৃষক।