শিলচর: মেয়ে ও তাঁর দুই কন্যাশিশুর মৃত্যুর ঘটনায় কাটিগড়া বরইতলিতে মেয়ের জামাইয়ের বিরুদ্ধে খুনের অভিযোগ করেন বাবা
Silchar, Cachar | Sep 15, 2025 মেয়ে সহ তাঁর দুই কন্যা শিশুর মৃত্যুর ঘটনায় মেয়ের জামাইয়ের বিরুদ্ধে খুনের অভিযোগ করেন গৃহবধূর বাবা রতন দাস।সোমবার সন্ধ্যা নাগাদ জানা গেছে, মেঘালয়ের টপসেম সিমেন্ট কোম্পানির আবাসন থেকে উদ্ধার হলো একই পরিবারের তিন সদস্যের মৃতদেহ। মৃতরা হলেন কাটিগড়া বরইতলির গৃহবধূ রিপা দাস তাঁর দুই কন্যা ৫ বছরের অর্পিতা দাস এবং ছয়মাসের পঞ্চমী দাস।