বর্ধমান ১: রাজ্যের বিভিন্ন পৌরসভায় পৌরপতি বদলের ইঙ্গিত দিল অভিষেক বন্দোপাধ্যায়,বর্ধমানে কি বললেন BJP নেতা রাহুল সিনহা
শুক্রবার বিকেল পাঁচটা নাগাদ বর্ধমানের ডি এম ডেপুটেশনে আসেন বিজেপি নেতা রাহুল সিনহা, সেখানে সাংবাদিকরা প্রশ্ন করে, রাজ্যের বিভিন্ন পৌরসভায় পৌরপতি বদলের ইঙ্গিত দিল অভিষেক বন্দোপাধ্যায়,কি বলবেন- রাহুল সিনহা বলেন, দেখুন সব চোর,কাকে বেছে কাকে রাখবে,আর যিনি ইঙ্গিত দিয়েছেন তিনি হচ্ছেন বিশ্ব চোর।যে কোনো মুহুর্তে চলে যাবেন গারদের পিছনে।অতএব সেই কারণে আমি মনে করি চোর চোর কি করে বাছবে।এতে কি হবে আমরা বুঝতে পারছি।হয়তো কাটমানি কম পাচ্ছেন।