সিপিআইএম মেমারি ১ পশ্চিম এরিয়া কমিটির উদ্যোগে রবিবার বিকালে কৃষক, শ্রমিক,খেতমজুর শ্রমজীবী মানুষ রসুলপুরে জমায়েত হয়। ১০০ দিনের কাজ চালু ও কৃষকের ফসলের লাভজনক দরের দাবিতে তৃনমূল বিজেপির ধর্মীয় উন্মাদনা তৈরী চক্রান্ত ব্যর্থ করতে রসুলপুর থেকে ৭ কিলোমিটার হেঁটে মেমারি পুরাতন স্টেশন বাজার পর্যন্ত মহামিছিল পদযাত্রা হয়।