ঝাড়গ্রাম: পঞ্চায়েতের নির্বাচিত জনপ্রতিনিধিদের সার্বিক কাজের সক্ষমতা বাড়াতে ঝাড়গ্রামে প্রশিক্ষণ শিবির, উপস্থিত মন্ত্রী
পঞ্চায়েতের নির্বাচিত জনপ্রতিনিধিদের সার্বিক কাজের সক্ষমতা বাড়াতে দেওয়া হচ্ছে প্রশিক্ষণ। বুধবার দুপুরে ঝাড়গ্রাম শহরের একটি বেসরকারি অতিথিশালায় রাজ্যের কৃষি ও পঞ্চায়েত মন্ত্রী বেচারাম মান্না গ্ৰাম উন্নয়নে প্রতিনিধিদের প্রশিক্ষণের গুরুত্ব তুলে ধরেন।পূর্ব ,পশ্চিম ও ঝাড়গ্রাম এই তিন জেলার পঞ্চায়েত সমিতির সভাপতিরা অংশগ্ৰহণ করেছেন। মন্ত্রী বেচারাম মান্না বলেন,'তিন জেলাকে নিয়ে ঝাড়গ্রাম পঞ্চায়েত সমিতির সভাপতিদের নিয়ে ম্যানেজমেন্ট ডেভলপমেন্ট প্রোগাম হয়।