বসিরহাট ১: দুর্গাপূজা ২০২৫ উপলক্ষে ফায়ার মক ড্রিল অনুষ্ঠিত হলো বসিরহাট থানা চত্বরে
আসন্ন দুর্গাপূজা ২০২৫-এর প্রেক্ষিতে বসিরহাট পুলিশ জেলার অধীনস্থ বসিরহাট থানার উদ্যোগে এবং বসিরহাট ফায়ার সার্ভিসের সহযোগিতায় পূজা কমিটি ও ক্লাবগুলির জন্য বসিরহাট থানায় শুক্রবার সকাল 11 টা নাগাদ ফায়ার মক ড্রিল কর্মসূচির আয়োজন করা হয়। এই মহড়ার মূল উদ্দেশ্য হলো— ✅ দুর্ঘটনাজনিত অগ্নিকাণ্ডের সময় করণীয় সম্পর্কে সচেতনতা বৃদ্ধি।✅ পূজা মণ্ডপে উপস্থিত সদস্য ও স্বেচ্ছাসেবকদের জরুরি পরিস্থিতিতে দ্রুত সাড়া দেওয়ার প্রশিক্ষণ।✅ অগ্নি নির্বাপন যন্ত্রের সঠিক ব্যবহার শেখানো।