শনিবার মাথাভাঙ্গা ২ ব্লকের এগারোমাইল সংলগ্ন এলাকায় গোপাল দে স্মৃতি এম এস কে বিদ্যালয়ে পর্যাপ্ত শিক্ষক না আসায় বিক্ষোভে সামিল হন শনিবার দুপুর দুটো নাগাদ। এদিন বিদ্যালয়ে দুই শিক্ষক এলেও অপর শিক্ষকরা অনুপস্থিত ছিলেন।আর তাই এদিন ক্ষিপ্ত হয়ে ওঠেন গ্রামবাসীদের একাংশরা।স্থানীয় বাসিন্দা নবিউল হোসেন জানান বিদ্যালয়ে প্রায় দিনই দেরিতে আসেন কর্মরত শিক্ষকরা, এমনকি বেশকিছু দিন থেকে দু একজন শিক্ষক আসেন, অধিকাংশ শিক্ষকই অনুপস্থিত থাকেন। স্থানীয় বাসিন্দা সুশীল ব