কুলতলি: মধ্য পূর্ব গুড়গুড়িয়া দূর্গা পূজা কমিটির উদ্যোগে রক্তদান শিবির
কুলতলী্র মৈপিঠ কোষ্টাল থানার মধ্য পূর্ব গুড়গুড়িয়ার শারদীয়া দুর্গাপূজা কমিটির উদ্যোগে অনুষ্ঠিত হলো আজ রক্তদান শিবির। কলকাতার ওম নামক ব্লাড ব্যাংক রক্ত সংগ্রহ করে। তিন শতাধিক রক্তদাতা রক্ত দান করেন। প্রতি বছরের ন্যায় ক্লাব সংগঠন এই পূজা দুর্গা উপলক্ষে রক্তদান শিবির আয়োজন করে আসছে।