স্বামী বিবেকানন্দের ১৬৪তম জন্মদিন উপলক্ষে সোমবার কীর্ণাহার লক্ষীতলা মন্দির প্রাঙ্গণে হয়ে গেল সহস্র কন্ঠে গীতা পাঠ। যেখানে শতাধিক সাধু-সন্ত থেকে সনাতন ধর্মের মানুষরাও হাজির হয়েছিলেন।এই গীতা পাঠ কে কেন্দ্র করে উপস্থিত ছিলেন- ভারত সেবা সংঘের শান্তি মহারাজ, যোগমায়া আশ্রমের স্বামী সুনান্দজী মহারাজ, বিশিষ্ট সমাজ সেবী অমর চাঁদ কুণ্ড, "আর এস এস" এর বীরভূম জেলা সংঘ চালক সিদ্ধার্থ মণ্ডল প্রমুখ।গীতা পাঠ শুরু হওয়ার আগে এদিন সকালে প্রথমেই সংশ্লিষ্ট মন্দির প্রাঙ্গণ।