দুবরাজপুর: বেলসাড়া ও মেজে গ্রামের মাঝখানে থাকা শাল নদীর কজওয়ের উপর দিয়ে প্রবল স্রোতে বইছে জল, পারাপার পুরোপুরি বন্ধ
বালিজুরি গ্রাম পঞ্চায়েতের বেলসাড়া ও মেজে গ্রামের মাঝখানে থাকা শাল নদীর কজওয়ের উপর দিয়ে প্রবল স্রোতে বইছে জল। কজওয়ের উপর থাকা সমস্ত পিলার জলমগ্ন হয়ে যাওয়ায় এই মুহূর্তে পারাপার পুরোপুরি বন্ধ হয়ে পড়েছে। শনিবার বিকাল ৫ টা নাগাদ এমনই চিত্র উঠে এলো আমাদের ক্যামেরায়। স্থানীয় সূত্রে জানা গেছে, এই কজওয়েটির উপর নির্ভরশীল আশেপাশের একাধিক গ্রামের মানুষ। প্রতিদিনের যাতায়াত, স্কুল-কলেজে যাওয়া, বাজার করা সব ক্ষেত্রেই এই কজওয়ে ছিল প্রধান ভরসা।