দক্ষিণ ২৪ পরগনার গোসাবা ব্লকের গোসাবা বাজারে, গোসাবা গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে বার্ষিক গ্রাম সভা অনুষ্ঠিত হলো শুক্রবার বিকালে। এদিনের এই বার্ষিক গ্রাম সভায় উপস্থিত ছিলেন গোসাবা গ্রাম পঞ্চায়েতের প্রধান গোবিন্দ মন্ডল, গ্রাম পঞ্চায়েতের পুর্তের সঞ্চালক বিকাশ নস্কর সহ গোসাবা GP র সমস্ত সদস্যরা। মূলত আগামী ২০২৬-২৭ অর্থ বর্ষে গোসাবা GP এলাকায় কি কি উন্নয়ন মূলক কাজ করে এলাকার সমস্যার সমাধান করা হবে সেই বিষয় নিয়ে আলোচনা করা হয়।