ভাঙড় ১: "কলকাতার পুজো মানে ভিড়ের মধ্যে চলে যাওয়া"মহা অষ্টমীতে পূজা মন্ডপ প্রদর্শন ভাঙ্গড় ও উত্তর কাশিপুর থানার আধিকারিকদের
মঙ্গলবার মহা অষ্টমীর রাত ন'টা নাগাদ বোদরা বাজার সর্বজনীন দুর্গাপূজা মন্ডপের পরিদর্শনে উপস্থিত হন ভাঙ্গড় থানার ভারপ্রাপ্ত ওসি অমিত কুমার ঠাকুর, কাশিপুর থানার ভারপ্রাপ্ত ওসি অমিত চ্যাটার্জি,এবং এলাকার অঞ্চল সভাপতি সাদিকুল দপ্তরী। গ্রামের পুজো দেখে অভিভূত হলেন পুলিশ আধিকারিকরা, কলকাতার উপচে পড়া ভিড়ের থেকে গ্রাম বাংলার মধ্যে মনোরম পরিবেশে পূজো শান্তিতে উপভোগ করা যায় বলে জানান তারা।