বলরামপুর: দীর্ঘদিন বেহাল অবস্থা বলরামপুর বাসস্ট্যান্ডের,বৃষ্টিতে দুরাবস্থা চরমে,নির্বিকার প্রশাসন
দীর্ঘ দিন ধরে বেহাল অবস্থায় পুরুলিয়ার বলরামপুর বাসস্ট্যান্ড।এই বাসস্ট্যান্ড জেলার গুরুত্বপূর্ণ বাসস্ট্যান্ড গুলির অন্যতম।মঙ্গলবার থেকে বর্ষনে সমগ্র বাসস্ট্যান্ডে জমেছে জল এবং কর্দমাক্ত হয়ে উঠেছে।বুধবার সেরকমই চিত্র দেখা গেল। বেহাল বাসস্ট্যান্ডের কাদায় বাসে ওঠা নামার মতো নিরাপদ জায়গাটুকুও নেই।