দেগঙ্গা: দেগঙ্গা ব্লকের কালিয়ানি বিলের কাছে ট্রাফিক আইন মেনে না চলায় সাতজন চালককে জরিমানা করল বেড়াচাঁপা ট্রাফিক পুলিশ
ট্রাফিক আইন মেনে গাড়ি না চালানোর অভিযোগে ৭ জন চালককে জরিমানা করল বেড়াচাঁপা ট্রাফিক গার্ড। সোমবার সকাল সাড়ে 11 টা নাগাদ দেগঙ্গা ব্লকের কালিয়ানী বিলের কাছে টাকি রোডে ওই ৭ জন চালককে পুলিশ জরিমানা করে। ট্রাফিক পুলিশ সূত্রে জানা গেছে দেগঙ্গা ব্লকের কালিয়ানি বিলের কাছে গাড়ির গতিবেগ ৩০ কিলোমিটার থাকার কথা। এ ব্যাপারে একটি বোর্ড লাগানো আছে টাকি রোডের ধারে। কিন্তু বেশ কিছু গাড়ি অতিরিক্ত গতিতে চালানোয় এবং বেশ কিছু গাড়ির প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় ব