সালানপুর: কুলটি থানা এবং আসানসোলে পুলিশ কমিশনার অফিসে বিক্ষোভ কর্মসূচি কংগ্রেসের, সাকতোড়িয়ায় মূর্তি ভাঙার ঘটনায়
কুলটি থানা এবং আসানসোলে পুলিশ কমিশনার অফিসে বিক্ষোভ কর্মসূচি কংগ্রেসের, সাকতোড়িয়ায় মূর্তি ভাঙার ঘটনায় প্রাক্তন দুই প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ও রাজীব গান্ধীর মূর্তি ভেঙে ফেলার ঘটনা ঘটে গত বুধবার রাত্রে ।আসানসোলের কুলটি থানার সাঁকতোড়িয়া হুসেনিয়া মোড়ের ঘটনা।সিসিটিভি ফুটেজে মূর্তি ভাঙার দৃশ্য সোস্যাল মিডিযায় ভাইরাল হয়। এই ঘটনার প্রতিবাদে কংগ্রেসের নেতৃত্বরা ডিসেরগড়ে ও পুরুলিয়া গামী পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় গতকাল। আজ এই ঘটনার প্রতিবাদে জোড়া কর্মসূচি