গোসাবা: সুন্দরবনের খিরোধখালী থেকে ধৃত ১৯জন বাংলাদেশী মৎসজীবীকে সোমবার বিকেল ৫টার সময় আলিপুর আদালতে তুললো সুন্দরবন কোস্টাল পুলিশ
গোসাবা ব্লকের সুন্দরবন কোস্টাল থানার অন্তর্গত খিরোধখালী থেকে ১৯জন বাংলাদেশী মৎসজীবী সহ একটি বাংলাদেশী ট্রলার আটক করেছিলো BSF রবিবার সকালে।ধৃত ১৯জন বাংলাদেশী মৎসজীবী সহ বাংলাদেশি ট্রলার টি রবিবার বিকালের সুন্দরবন কোস্টাল থানায় নিয়ে আসা হয়।এবং ধৃতদের সুন্দরবন কোস্টাল থানার হাতে তুলে দেন BSF আধিকারিকরা।ধৃত মৎসজীবীদের কে রবিবার সন্ধ্যায় গ্রেফতার করেছিলো সুন্দরবন কোস্টাল থানার পুলিশ।ধৃতদের সোমবার বিকালে আলিপুর আদালতে তোলা হলে বিচারক ধৃতদের ১৪দিনের JC দিলেন