গলসি ১: পারাজ পঞ্চায়েতের সিহিগ্রামে সোনার ঝুড়ি গাছের ডাল কাটতে উঠে গাছ থেকে পড়ে মৃত্যু হল এক ব্যক্তির
পারাজ পঞ্চায়েতের সিহিগ্রামে সোনার ঝুড়ি গাছের ডাল কাটতে উঠে গাছ থেকে পড়ে মৃত্যু হল এক ব্যক্তির। মৃতের নাম গজানন আঁকুড়ে(৬৫) গলসি থানার সিহি গ্রামে তার বাড়ি। মৃতের জামাই জানিয়েছেন আজ বৃহস্পতিবার সকালে বাড়িতেই সোনারঝুরি গাছের ডাল কাটতে উঠে গাছ থেকে পড়ে গিয়ে গুরুতর জখম হন তিনি। তাকে প্রথমে পুরসা হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখান থেকে রেফার করে Bmch এ নিয়ে আসা হলে চিকিৎসক তার অবস্থা খুবই খারাপ বলে কলকাতা রেফার করে। কিন্তু কিছুক্ষণের মধ্যে তার মৃত্যু হয়