দুবরাজপুর: দুবরাজপুরের নামোপাড়ায় কালীপুজোর ধামাকা, উদ্বোধনে চমক দিলেন অনুব্রত মণ্ডল
দুবরাজপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের নামোপাড়া বাগদী পাড়ায় অগ্রহায়ণ কালীপুজোর সূচনা হল বুধবার। এক সরল কিন্তু সুন্দর আয়োজনে এদিন পুজোর উদ্বোধন করেন জেলা তৃণমূল কোর কমিটির আহ্বায়ক অনুব্রত মণ্ডল। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুজো কমিটির সদস্যরা ও স্থানীয় বাসিন্দারা। মন্দির প্রাঙ্গণে ঢাকের বাদ্য, প্রদীপ প্রজ্জ্বলন এবং মায়ের আরতি দিয়ে শুরু হয় পুজোর আনুষ্ঠানিকতা। উৎসবের আবহে জমে ওঠে পুরো অঞ্চল।