সাগর: চক ফুলডুবিতে অপারেশন সিন্দুর থিম খোলা কে নিয়ে সুন্দরবন উন্নয়ন মন্ত্রীকে কটাক্ষ করলেন বিজেপির নেতা
দক্ষিণ ২৪ পরগনা জেলার গঙ্গাসাগরের চক ফুল ডুবিতে এবারে দুর্গা পূজার মন্ডপে করা হয়েছিল অপারেশন সিন্দুর নামে একটি টিম সেই থিম নাকি সুন্দরবন উন্নয়নমন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরার নির্দেশে খুলে ফেলা হয়েছে। এমনটি মন্ত্রী কে কটাক্ষ করলেন শনিবার দিন বিজেপির নেতা অরুনাভ দাস।।