মুরারই ১: শিব মন্দিরে পড়ল বাজ অল্পের জন্য প্রাণে রক্ষা স্থানীয়দের
মুরারই এক নম্বর ব্লকের গোড়শা গ্রামের শিব মন্দিরে বাজ পড়ে মন্দিরের গুম্বোজ ভেঙে পড়ে।পাশাপাশি মন্দির প্রাঙ্গণে কয়েক জন বসে ছিল,তার মধ্যে এক জন অল্প বিস্তার আহত হয়।জানা গেছে ঘটনাটি ঘটেছে আজ 2 অক্টোবর বৃহস্পতিবার বিকেল নাগাদ।এদিন বিকেলে সেই চিত্র উঠে এসেছে আমাদের ক্যামেরায়।