দাঁতন ১: গাড়ির স্টেফনি চুরি ও অবৈধ মদ রাখার অভিযোগে গ্রেপ্তার ২ অভিযুক্তকে পেশ করা হলো দাঁতন আদালতে!
বেলদা থানার পক্তাপোল এলাকায় দাঁড়িয়ে থাকা লরি থেকে স্টেপনি চুরি করার অপরাধে এক ব্যক্তিকে গ্রেফতার করে দাঁতন আদালতে পেশ করলো বেলদা থানার পুলিশ। জানা গিয়েছে দিন কয়েক আগে বেলদা থানার পক্তাপোল এলাকায় দাঁড়িয়ে থাকা লরি গাড়ি থেকে একটি স্টেপ নিয়ে চুরি করে নিয়ে পালায় একজন যুবক। এরপর এই ঘটনার অভিযোগ বেলদা থানায় দায়ের হলে তদন্ত নামে বেলদা থানা পুলিশ । বুধবার বেলদা থানায় এলাকা থেকে গ্রেফতার করা হয় অভিযুক্ত যুবককে।