পূর্বস্থলী ১: সমুদ্রগড়ে চলন্ত ট্রেন থেকে পড়ে গিয়ে গুরুতর জখম যুবক
ট্রেন লেট আর তাই ট্রেনে প্রচন্ড ভিড়, আর সেই চলন্ত ভিড় ট্রেন থেকেই পড়ে গিয়ে গুরুতর জখম হলেন এক যুবক। সমুদ্রগড় স্টেশন থেকে ট্রেনে উঠেছিল চাপাহাটি এলাকার বাসিন্দা বছর ২৭ এর সমীর করাতি। সাথে তার বন্ধু এবং বান্ধবীরাও ছিলেন। ভির ট্রেনে উঠতেই ঠেলাঠেলির মধ্যে সমুদ্রগড় স্টেশন ট্রেন ছাড়তেই আচমকাই ওই যুবক ট্রেন থেকে চলন্ত ট্রেন থেকে পড়ে যান।স্থানীয় এলাকায় থাকা মানুষজন তাকে তড়িঘড়ি উদ্ধার করে কালনা মহকুমা হসপিটালে চিকিৎসার জন্য নিয়ে আসে এদিন বৃহস্পতিবার।