পাথরপ্রতিমা: শ্যামাপূজা উপলক্ষে ঢোলাহাট থানা সমন্বয় কমিটির উদ্যোগে কাছি টানা প্রতিযোগিতা ঢোলাহাট থানার পুরনো বিল্ডিংএর বিপরীত মাঠে
শ্যামাপূজো উপলক্ষে সুন্দরবন পুলিশ জেলা নির্দেশে ঢোলাহাট থানা সমন্বয় কমিটির উদ্যোগে ঢোলাহাট থানার পুরনো বিল্ডিং এর বিপরীত মাঠে আজ অর্থাৎ ২২ অক্টোবর সন্ধ্যা থেকে ৭টি দলের কাছি টানা প্রতিযোগিতা শুধু হয়, আইসি নিজে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন,জয়ী চন্ডিপুর গ্রাম পঞ্চায়েত এলাকার দল,বিজিত আবাদভগবানপুর গ্রাম পঞ্চায়েত এলাকার দল,তাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়