কেন্দ্রীয় সরকারের MGNREGA প্রকল্পের নাম পরিবর্তন করে ‘বিকশিত ভারত নিশ্চিত রোজগার ও আজীবিকা মিশন (গ্রামীণ)’ করার প্রতিবাদে উত্তাল হলো স্বরূপনগর। মঙ্গলবার ২৩শে ডিসেম্বর বিকেল ৫টায় স্বরূপনগর ব্লকের ডাকবাংলা মোড়ে এক যৌথ বিক্ষোভ কর্মসূচি পালিত হয়। সারা ভারত কৃষক সভা, সারা ভারত ক্ষেত মজুর ও গ্রামীণ শ্রমজীবি ইউনিয়ন এবং সিআইটিইউ (CITU) ব্লক কমিটির আহ্বানে আয়োজিত এই কর্মসূচিতে প্রস্তাবিত বিলের খসড়া পুড়িয়ে প্রতিবাদ জানানো হয়। বিক্ষোভকারীদের দাবি, নাম পরিবর্তনের আ