পুরুলিয়া ২: পুরুলিয়া ২ নং ব্লকের একাধিক গ্রামে SIR এর কাজ পরিদর্শন করলেন জয়েন্ট BDO
ভোটার তালিকা সংশোধনের কাজে আজ দ্বিতীয় দিন এসআইআর প্রক্রিয়া সরে জমিনে পরিদর্শন করলেন পুরুলিয়া ২ নম্বর ব্লকের জয়েন্ট ভিডিও কল্লোল মাইতি । আজ তিনি আগয়া নররা গ্রাম পঞ্চায়েত ও ছররা দুমদুমি গ্রাম পঞ্চায়েতের একাধিক গ্রামে গিয়েছিলেন ।