মন্তেশ্বর: ১৫০বছরের বন্দেমাতরম সার্ধ শতবর্ষে শোভাযাত্রা মন্তেশ্বরে
মন্তেশ্বরে বিজেপির পক্ষ থেকে "১৫০বছরের বন্দেমাতরম সার্ধ শতবর্ষে শোভাযাত্রা" সংগঠিত হয়। পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর ব্লকের পিপলন পঞ্চায়েতের অন্তর্গত পিপলনে রামকৃষ্ণ পাঠাগার হইতে কানাডা ব্যাংকের মোড় পর্যন্ত শুক্রবার বিকালে ১৫০ বছরের বন্দেমাতরম এর সার্ধ শতবর্ষের শোভাযাত্রা শুরু হয়ে থাকে। এই কর্মসূচি তে বিজেপির সমস্ত কর্মীবৃন্দরা উপস্থিত ছিলেন এই দেড়শ বছরের বন্দেমাতরম এর সার্ধ শতবর্ষের শোভাযাত্রা