হেমতাবাদ: হেমতাবাদের পাটইর এলাকা থেকে গ্রেপ্তার চোর
গৃহস্থ বাড়িতে চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়ল চোর। ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার রাতে চাঞ্চল্য ছড়ায় হেমতাবাদ ব্লকের পাটইর এলাকার। ধৃত চোরের নাম গুলজার হুসেন। বাড়ি হেমতাবাদের বাহারাইল এলাকায়। শুক্রবার দুপুরে ধৃতকে রায়গঞ্জ আদালতে পেশ করেছে হেমতাবাদ থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃত গুলজার হেমতাবাদ কালিয়াগঞ্জ ও রায়গঞ্জে একাধিক চুরির ঘটনায় যুক্ত।