ঝাড়গ্রাম: বলরামডিহি ইয়ং স্টার ক্লাবের ৩১ তম বর্ষ পুজোর থিম "ময়ূর বাড়ি"
বলরামডিহি ইয়ং স্টার ক্লাবের ৩১ তম বর্ষ পুজোর থিম "ময়ূর বাড়ি"। কালীপুজোর মধ্য দিয়ে বন্যপ্রাণ রক্ষার বার্তা তুলে ধরেছে পুজোর উদ্যোক্তারা।রবিবার রাতে পুজোর উদ্বোধন করেন বন মন্ত্রী বীরবাহা হাঁসদা ও পুরপ্রধান কবিতা ঘোষ। পুরসভার সমস্ত সাফাই কর্মীরা বস্ত্র বিতরণ করা হবে। এছাড়াও ২৫ জন নির্মল বন্ধুদের সংবর্ধনা দেওয়া হবে। সোমবার বিকেলে ক্লাবের সম্পাদক রাজকিষান শা বলেন,'ন'দিন ধরে নানা সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। পুজো প্রাঙ্গনে বসেছে মেলা'।