সীতাই: উত্তর সিতাইয়ে ভুটভুটি চুরি করে পালাতে গিয়ে যান্ত্রিক ত্রুটিতে ভুটভুটি রেখে পালাল চোর!
উত্তর সিতাইয়ে চুরি হতে গিয়ে রক্ষা পেল ভুটভুটি, যান্ত্রিক ত্রুটিতেই বিপদ এড়াল দীপকের। সিতাই ব্লকের উত্তর সিতাই গ্রামে ভোররাতে চুরির চেষ্টায় বড়সড় বিপদ থেকে রক্ষা পেল পরিবারের একমাত্র উপার্জনের সম্বল ভুটভুটি গাড়ি। চোরেরা রাতের অন্ধকারে গাড়িটি চুরি করে নিয়ে গেলেও, যান্ত্রিক ত্রুটির কারণে শেষ পর্যন্ত গাড়িটি চুরি করতে ব্যর্থ হয় তারা। উত্তর সিতাই গ্রামের বাসিন্দা দীপক বর্মন দেড় বছর আগে ১লক্ষ ৮০হাজার টাকা দিয়ে কিনেছিলেন সেই ভুটভুটি গাড়ি, এবং সেই গাড