বলরামপুর: গুজরাটে কাজে গিয়ে কফিন বন্দি হয়ে বাড়ি ফিরলো রুচাপ গ্রামের যুবক, শোকের ছায়া এলাকায়
গুজরাটের জামনগরে পরিযায়ী শ্রমিকের কাজে গিয়ে মৃত্যু হলো পুরুলিয়ার বলরামপুরের রুচাপ গ্রামের সুশান্ত মাহাতো (২১)যুবকের।শনিবার দুপুরে গুজরাট থেকে অ্যাম্বুলেন্সে করে যুবকের নিথর দেহ বলরামপুরের রুচাপ গ্রামে পৌঁছালে শোকের ছায়া নেমে আসে এলাকায়।