ধানের আঁটি রাখাকে কেন্দ্র করে বচসা। বচসার জেরে ঘর বাড়ি ভাঙার অভিযোগ উঠল কাকা সহ তার পরিবারের বিরুদ্ধে। ময়নাগুড়ি খাগড়াবাড়ি ১ নং গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ খাগড়াবাড়ি দাসপাড়া এলাকার বাসিন্দা বাপ্পা সরকার এমনটাই জানালেন বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটা নাগাদ অভিযোগ । গত কয়েকদিন আগে বাপ্পা সরকারের কাকা সুবল সরকার বাপ্পা সরকারের বাড়িতে জোর করে ধানের আটি রাখতে চাইলে, ভাইপো বাপ্পা সরকার অস্বীকার করেন ধানের আটি রাখতে দিতে। এতেই শুরু হয় বচসা, আর সেই বচসার