এগরা ১: মালয়েশিয়াতে আন্তর্জাতিক যোগা প্রতিযোগিতায় স্বর্ণপদক জয় করে বাংলা তথা দেশের মুখ উজ্জ্বল করলো দীঘার মেয়ে সমাপ্তি জানা
মালয়েশিয়াতে আন্তর্জাতিক যোগা প্রতিযোগিতায় প্রথম হয়ে বাংলা তথা দেশের মুখ উজ্জ্বল করল দীঘার মেয়ে সমাপ্তি জানা। ইউনিভার্সাল যোগাস্পোর্টস ফেডারেশনের আয়োজনে এশিয়ার স্পেসিফিক যোগাযোগ চ্যাম্পিয়ন শিপে ভারতের মুখ উজ্জ্বল করে সমাপ্তি সেই প্রতিযোগিতার প্রথম হয়ে স্বর্ণপদক জয় লাভ করে |প্রার্থী ভোগী ব্রহ্মপুর প্রাথমিক বিদ্যালয় তৃতীয় শ্রেণীর ছাত্রী |তার এই জয়ে হার্দিক অভিনন্দন সু দীর্ঘ সাফল্য বিজয় বার্তা পৌঁছে দিতে পুষ্পবৃষ্টি দিয়ে মিছিলের আয়োজন করা হয় |