সিউড়ি ২: সিউড়ির দু'নম্বর ব্লকে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব আবারো প্রকাশ্যে, ব্লক সভাপতিকে একাধিক ভাবে কটাক্ষ অঞ্চল সভাপতির
Suri 2, Birbhum | Sep 14, 2025 সিউড়ি দু'নম্বর ব্লকের অন্তর্গত পুরন্দরপুরের বান্ধব সমিতির মাঠে শনিবার দিন ব্লক সভাপতি ডাকে জনসভার পাল্টা রবিবার দিন দু নম্বর ব্লকের কার্যকরী সভাপতি ডাকে সভা করা হলো একই বিষয়ে। সেই সভামঞ্চে উপস্থিত হয়ে বক্তব্য রাখার সময় সিউড়ির দু'নম্বর ব্লকের তৃণমূলের ব্লক সভাপতি কে একাধিক ভাবে কটাক্ষ করলেন কেন্দুয়া অঞ্চলের অঞ্চল সভাপতি।