সুতি ১: সুতিতে রং এর কাজ করার সময় বৈদ্যুতিক শক লেগে গুরুতরভাবে অসুস্থ এক রংমিস্ত্রি
মুর্শিদাবাদ জেলার সুতিতে রং এর কাজ করার সময় বৈদ্যুতিক শক লেগে গুরুতরভাবে অসুস্থ এক রং মিস্ত্রি। জানা যায় রবিবার দুপুরে সুতি থানার ঔরঙ্গবাদ এলাকায় একটি বাড়িতে রংমিস্ত্রির কাজ করার সময় ঐ মিস্ত্রির বৈদ্যুতিক শখ লাগে। ঘটনায় গুরুতরভাবে অসুস্থ হয়ে পড়েন ওই ব্যক্তি। তাকে তড়িঘড়ি উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে এসে ভর্তি করা হয় রবিবার দুপুর প্রায় তিনটা নাগাদ বহরমপুরের মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে।