কুলতলি: ৫৪ জন কুমারীর শঙ্খ বাজিয়ে ৫৪ তম বর্ষের সর্বজনীন মনসা পূজা কিশোরী মোহনপুরে
তিন শতাধিক মোমবাতি প্রজ্জালন ও ৫৪ জন কুমারীর শঙ্খ বাজনের মধ্য দিয়ে ৫৪ তম বর্ষের সর্বজনীন মনসা পূজা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হলো দক্ষিণ ২৪ পরগনা সুন্দরবন লাগোয়া কুলতলীর মৈপিঠ কোষ্টাল থানার কিশোরী মোহনপুর বিবেকানন্দ সমাজ কল্যাণ সমিতির মনসাতলার মাঠে।