সাগর: হৃদয়ের ক্যানভাসে মা: মন্দিরতলা সার্বজনীন দুর্গা পূজার উদ্বোধন উপস্থিত মন্ত্রী
দক্ষিণ চব্বিশ পরগনা জেলার গঙ্গাসাগরের মন্দিরতলা সার্বজনীন দূর্গা উৎসব পুজো কমিটি প্রতি বছরের মতো এবারও এক নতুন বার্তা নিয়ে হাজির হয়েছে। তাঁদের এবারের থিম— "হৃদয়ের ক্যানভাসে মা", যা মণ্ডপে আগত সকল দর্শককে এক অন্যরকম অনুভূতির জগতে প্রবেশ করার হাতছানি দিচ্ছে। এই মণ্ডপের শৈল্পিক ও আধ্যাত্মিক পরিবেশ ইতিমধ্যে সাগরদ্বীপের মানুষের নজর কেড়েছে। পুজো কমিটির পক্ষ থেকে প্রথমে এই উৎসবের ভার্চুয়ালি উদ্বোধন করেন, আর ওই পুজোর শনিবার দিন আবার উদ্বোধন করেন মন্ত্রী।।