ভাতার: ভাতারের পালার গ্রামে রাস পূর্ণিমা উপলক্ষে আয়োজন করা হলো হরিনাম সংকীর্তন
ভাতারের পালার গ্রামে রাস পূর্ণিমা উপলক্ষে আয়োজন করা হলো হরিনাম সংকীর্তন । বুধবার সাতটা কুড়ি মিনিটে শুরু হল এই হরিনাম সংকীর্তন চলবে সারারাত ব্যাপী। দীর্ঘদিনের ধর্মীয় রীতি মেনে ভাতারের পালার গ্রামে শুরু হল রাস পূর্ণিমা উপলক্ষে হরিনাম সংকীর্তন। বিভিন্ন গ্রাম থেকে কয়েক হাজার মানুষ আসেন এই রাস পূর্ণিমা অনুষ্ঠানের হরিনাম সংকীর্তনে। রাত্রের দিকে দেওয়া হয় মহাপ্রসাদ।