মিরিক: বিজেপি পাহাড়ের স্থানীয় রাজনীতিকে শেষ করে দিতে চাইছে।মিরিকে BJP কে কটাক্ষ করলেন BGPM দলের যুব সভাপতি
বিজেপি পাহাড়ের স্থানীয় রাজনীতিকে শেষ করে দিতে চাইছে। সোমবার বিকেলে চারটে নাগাদ মিরিকে সংবাদমাধ্যমে বিজেপিকে কার্যত এমন ভাবেই কটাক্ষ করলেন ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা দলের মিরিক মহকুমা কমিটির যুব সভাপতি উমেশ তোলাঙ্গী। এদিন তিনি আরও বলেন, বিজেপি পাহাড়ের মানুষকে বোকা বানিয়ে প্রতারণা করতে চাইছে। পাহাড়ে স্থানীয় রাজনীতি বেঁচে থাকলে গোর্খাদের দাবি দাব বেঁচে থাকবে।