মেমারি ১: সাতগেছিয়া সংলগ্ন এলাকায় ট্রাকের সঙ্গে চার চাকা দুধের গাড়ির সংঘর্ষ, আহত ব্যক্তি
সাতগেছিয়া সংলগ্ন এলাকায় ট্রাকের সঙ্গে চার চাকা দুধের গাড়ির সংঘর্ষ, জখম এক ব্যক্তি, মেমারী হাসপাতালে আনা হয়, বুধবার রাত্রি ১১ঃ৫৫ নাগাদ,জানা যায় জখম ওই ব্যক্তির নাম তাপস বাগ, বয়স আনুমানিক ৩২ বছর, তার বাড়ি সাতগেছিয়া বাজার সংলগ্ন এলাকায়। এদিন রাতে তাপস বাগ চারচাকা দুধের গাড়ি চালিয়ে বাড়ি ফিরছিলেন, এমন সময় ট্রাকের সঙ্গে সংঘর্ষের জেরে গুরুতরভাবে জখম হয় বলে জানা গেছে স্থানীয় সূত্রে। ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশ।