পুরুলিয়া ১: অবৈধ মদের বিরুদ্ধে অভিযান চালিয়ে বেশ কিছু অবৈধ মদসহ শ্যামপুর থেকে গ্রেফতার এক, ধৃত কে কোর্টে পেশ করল পুলিশ
অবৈধ মদের বিরুদ্ধে অভিযান চালিয়ে গতকাল মফ থানা এলাকার শ্যামপুর এলাকা থেকে ৬০০ এম এল এর কুড়িটি মদের বোতল বাজেয়াপ্ত করে মফঃ থানার পুলিশ এবং নয়ন গোপ নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। ধৃতকে এদিন দুপুরে কোর্টে পেশ করে পুলিশ। সে চিত্র তুলে ধরা হয়েছে আজকের প্রতিবেদনে