হেমতাবাদ: বাঙ্গালবাড়ি থেকে নিষিদ্ধ শব্দবাজি সহ ধৃত ১ জন
নিষিদ্ধ শব্দবাজির সহ এক বিক্রেতাকে গ্রেফতার করে রায়গঞ্জ আদালতে পেশ করল হেমতাবাদ থানার পুলিশ। জানা গিয়েছে ধৃতের নাম শুশান্ত কুমার পাল। বাড়ি মহারাজা হাট এলাকায়। রবিবার রাতে হেমতাবাদের বাঙ্গালবাড়ি হাট এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে ওই ব্যক্তিকে। তার কাছথেকে বাজেয়াপ্ত করেছে প্রায় ২৫ হাজার টাকার নিষিদ্ধ শব্দবাজি।