ভরতপুর ১: দলেই দলাদলি! হুমায়ুন কবিরের মন্তব্যে উত্তাল ভরতপুর ব্লক রাজনীতি
ভরতপুরে রাজনৈতিক অস্থিরতা! প্রাক্তন ব্লক সভাপতি ও বিধায়কের দ্বন্দ্বে তোলপাড় মুর্শিদাবাদের রাজনীতি। ভরতপুর বিধায়ক হুমায়ুন কবির একাধিক জেলা নেতৃত্বের বিরুদ্ধে সরাসরি আক্রমণ শানাচ্ছেন। তাঁর মন্তব্যে ক্ষোভে ফুঁসছে জেলা ও ব্লক নেতৃত্ব। সোমবার সিজগ্রাম পঞ্চায়েতের প্রাক্তন সভাপতি সৈয়দ ইস্তাক আহমেদ সাংবাদিক বৈঠক করে দলের নেতৃত্বের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন।